মালদ্বীপের রাজধানী মালেতে বিদেশি শ্রমিকদের সঙ্কুচিত বাসস্থানে আগুন লেগে কমপক্ষে ১০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। যাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। এছাড়াও ৯জন ভারতীয় নাগরিক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারান বলে একাধিক ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। নিচতলার গাড়ি মেরামতের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। পরে ভবনের উপরের তলা থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানায়, ‘আমরা ১০টি মৃতদেহ খুঁজে পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় চার ঘণ্টা সময় লেগেছে। ’একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহত একজন বাংলাদেশি নাগরিক।মালদ্বীপে মোট পুরুষ (২৫ লক্ষ) জনসংখ্যার অর্ধেক বিদেশী কর্মী। যাদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার বাসিন্দা।