বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে মাহিকে। এ ছাড়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন তিনি।
এই ‘রাজনীতি’ নতুন কোনো সিনেমা নয়। সত্যিকার অর্থেই মাঠের রাজনীতিতে নাম লেখালেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাঁর জীবনসঙ্গী রকিব সরকার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। স্বামীর রাজনৈতিক তৎপরতায় মাঝেমধ্যে দেখা যায় মাহির অংশগ্রহণও। অনেকেই তাই ধারণা করছিলেন, ভবিষ্যতে হয়তো মাহিকেও দেখা যাবে রাজনীতির ময়দানে। বেশি দিন অপেক্ষা করতে হলো না, নিজের জন্মদিনেই রাজনৈতিক সংগঠনের পদ পেলেন মাহি। অনেকেই দুই-দুইয়ে চার মিলিয়ে হিসাব কষছেন, এই ‘রাজনৈতিক পদ’ হয়তো তাঁর জন্মদিনের উপহার।
মাহির জন্মদিন ছিল গতকাল। জন্মদিনের প্রহর আসার ঘণ্টাখানেক আগে নিজের ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন লিখে দুটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেটি মূলত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিশিয়াল প্যাডের পাতা। একটিতে বলা আছে, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে মাহিকে। অন্য কাগজে লেখা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন তিনি
মাহিয়া মাহি। ছবি: ইনস্টাগ্রাম
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে মাহিকে। এ ছাড়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন তিনি।
এই ‘রাজনীতি’ নতুন কোনো সিনেমা নয়। সত্যিকার অর্থেই মাঠের রাজনীতিতে নাম লেখালেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাঁর জীবনসঙ্গী রকিব সরকার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। স্বামীর রাজনৈতিক তৎপরতায় মাঝেমধ্যে দেখা যায় মাহির অংশগ্রহণও। অনেকেই তাই ধারণা করছিলেন, ভবিষ্যতে হয়তো মাহিকেও দেখা যাবে রাজনীতির ময়দানে। বেশি দিন অপেক্ষা করতে হলো না, নিজের জন্মদিনেই রাজনৈতিক সংগঠনের পদ পেলেন মাহি। অনেকেই দুই-দুইয়ে চার মিলিয়ে হিসাব কষছেন, এই ‘রাজনৈতিক পদ’ হয়তো তাঁর জন্মদিনের উপহার।
আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাহির জন্মদিন ছিল গতকাল। জন্মদিনের প্রহর আসার ঘণ্টাখানেক আগে নিজের ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন লিখে দুটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেটি মূলত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিশিয়াল প্যাডের পাতা। একটিতে বলা আছে, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে মাহিকে। অন্য কাগজে লেখা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন তিনি।
শুধু এ দুটি পদ নয়, মাহির জন্মদিনটি আরও রঙিন হয়ে উঠেছে স্বামী রকিবের দেওয়া একটি উপহারে। কী সেই উপহার? দামি কোনো পোশাক, অলংকার কিংবা বিদেশে ঘুরতে যাওয়ার টিকিট নয়। মাহিকে রকিব দিয়েছেন বঙ্গবন্ধুর একটি আবক্ষ ভাস্কর্য, যা পেয়ে আপ্লুত নায়িকা।
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে যাত্রা শুরু করা মাহির সিনেমার সংখ্যা ৩০ পেরিয়ে গেছে। সর্বশেষ ৭ অক্টোবর মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘যাও পাখি বলো তারে’।
বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন তিনি। কারণ, তিনি মা হতে চলেছেন। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে মাহি অপেক্ষা করছেন প্রথম সন্তানের মুখ দেখার।