লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি ঐতিহ্যবাহী দল। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিষ্ট সরকারের পতনের পর সারা বাংলাদেশে বিশৃংখলা দাঙ্গা হামলা হলেও নাগরপুরে বিএনপি’র দৃঢ় নেতৃত্বে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংখ্যালঘু পরিবার ও তাদের উপাসনালয় রাতভর পাহারা দিয়ে স্বাভাবিক পরিবেশ বজায় রেখেছে। বিএনপি একটি সুশৃংখল দল। নাগরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কোন প্রকার চাঁদাবাজী ও দখলবাজীর সাথে জড়িত নন। আমাদের দলের চেয়ারম্যানদের কাছ থেকে অর্থ চাওয়ার প্রশ্নই উঠে না। কোন চেয়ারম্যান থাকবে না থাকবে সেটা সম্পুর্ণ অন্তর্বতী সরকারের সিদ্ধান্ত। তাই প্রিন্ট ও কয়েকটি অনলাইন প্রোর্টালে দলের সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ভাঙ্গীয়ে চাঁদাবাজী সিন্ডিকেট সক্রিয় শিরোনামে যে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংবাদ সম্মেলনের মাধ্যমে।
প্রকাশিত সংবাদের বিষয়ে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও তোফায়েল আহম্মেদ মোল্লা বলেন, আমাদের দলের কোন নেতাকর্মীরা আমাদের কাছে কোন প্রকার টাকা পয়সা চায়নি। আর প্রকাশিত সংবাদে আমাদের কোন মন্তব্যও নেয়া হয়নি। সলিমাবাদের প্যানেল চেয়ারম্যান মো. মনির হোসেন ভূইয়া বলেন, আমার পরিবারের কেউ আওয়ামীলীগের সাথে জড়িত নন। ৯জন ইউপি সদস্য ও ৩জন সংরক্ষিত সদস্যরা সম্মিলিত ভাবে আমাকে প্যালেন চেয়ারম্যান নির্বাচিত করেন।
যুবদলের সদস্য সচিব মো. নজরুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি বলেন, আওয়ামীলীগের একটি কুচক্রী মহল আমাদের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদটি প্রচার করিয়েছে। এই সংবাদ পরিবেশনের পিছনে যাদের হাত রয়েছে তাদের শাস্তির দাবি করছি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সহ-সভাপতি মাসুদুর রহমান লিয়াকত, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, সহ-সাধারন সম্পাদক একেএম ফরিদুজ্জামান কহিনুর, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, যুবদলের সাবেক আহ্বায়ক ফনির হোসেন ভূইয়া, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন, কৃষক দলে সভাপতি মো. হুমায়ন কবির, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ছাত্র দলে আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল, সদস্য সচিব শহিদুল ইসলাম মনিরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুলসহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নাগরপুর,টাঙ্গাইল
তারিখ: ১৯.০৯.২০২৪