মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে অভিযান চালিয়ে একটি হিমাগার প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত টংঙ্গীবাড়ী উপজেলার ধলেশ্বরী কোল্ড স্টোরেজ,ঈমান কোল্ড স্টোরেজ,আরকো কোল্ড স্টোরেজ,হোসেন কোল্ড স্টোরেজ ও গরিবে নেওয়াজ কোল্ড স্টোরেজ নামক প্রতিষ্ঠানগুলোতে তদারকি অভিযান পরিচালনা করে। এ সময় হোসেন কোল্ড স্টোরেজে নিয়ম অমান্য করে চটের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় আলু সংরক্ষণ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া অন্যান্য কোল্ড স্টোরেজে সরকারের বেঁধে দেওয়া দামে আলু বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম।