শ্রীনগর উপজলার বাঘড়া ইউনিয়নর রুদ্রপাড়ায় আমরিকা প্রবাসীর বাড়ির জায়গা দখলের চেষ্টা ও নির্মাণাধীন পাকাস্থাপনা ভাঙচূরর অভিযাগ উঠেছে। ঢাকা-দাহার সড়কর শ্রীনগর উপজলা রুদ্রপাড়া দারুল কুরআন মাদানীয়া মাদ্রাসা ও এতিমখানার পাশে এই ঘটনা ঘটে। একই এলাকার প্রতিবশী হিরুন মৃধার পুত্র আবু কালাম মৃধার বিরুদ্ধ এই অভিযাগ উঠেছে। এ ঘটনায় আমরিকা প্রবাসী আমিনুল ইসলামর স্ত্রী মােসাম্মৎ মুগনীইউ বেগম বাদী হয় আবু কালাম মৃধাসহ ৫ জনর বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযাগ দায়ের করছেন।
সরজমিন গিয়ে সড়কের দক্ষিণ পাশে নির্মাণাধীন স্থাপনার কয়কটি ইটের পিলার ও দয়ালের ভাঙা অংশ পড়ে থাকতে দেখা গেছে। শ্রমিকদের ভাঙা স্থাপনাগুলাে পরে নির্মাণ করতে দেখা গেছ।
স্থানীয় সূত্র জানা যায়, আমরিকা প্রবাসী আমিনুল ইসলাম ক্রয়কৃত জমিত দােকান নির্মাণের সময় প্রতিবশী আবু কালাম মৃধা ও তার লােকজন কাজ বাধা দেয়। একপর্যায়ে তারা ওই স্থাপনা ভাঙা দেখা যায়।
খাঁজ নিয়ে জানা গেছে, বাঘড়া মজার রুদ্রপাড়ায় আরএস ৭৫৪৫নং দাগসহ মােট ৩টি দাগ মােট সম্পতির ১ একর ২৬ শতাংশ জমি ক্রয়সূত্র মালিক আমিনুল ইসলাম। প্রতিপক্ষ আবু কালাম মৃধা কয়েক বছর ধরে আমিনুল ইসলামর কাছ সম্পত্তি পাওয়ার দাবি করে আসছে। অথচ আবুল কালাম মৃধা দাবিকৃত জমির কাগজপত্র দেখাত পারনি। পরে আমিনুল ইসলামর স্ত্রী মুগনীইউ বেগম বাদি হয় অতিরিক্ত মুন্সীগঞ্জ জেলা ম্যাজিস্ট্রট আদালত পিটিশন মামলা দায়ের করেন। মামলা নং- ৩৬৮/২০১৬। এরই ধারাবাহিকতায় গত ১৭ এপ্রিল ২০১৭ খ্রীঃ বিজ্ঞ আদালত আবু কালাম মৃধা গংদের বিরুদ্ধ স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করন।
মােসাম্মৎ মুগনীইউ বলন, আবু কালাম মৃধা জায়গার দাবি করছেন তার কােন ভিত্তি নেই। আমাদর জায়গার সীমানার পরই তার জায়গা রয়েছে। তার পরেও গণ্যমান্য ব্যক্তিদের কথামত ১ শতাংশ জায়গা দেওয়া হয়েছে। এর পরেও জায়গা দখলের পাঁয়তারা করছেন তিনি। রাতের আধারে আমাদর নির্মাণাধীন পাকা স্থাপনা ভাঙার ফলে। উপায় না পয়ে শ্রীনগর থানায় অভিযােগ দায়ের করি।
আবু কালাম মৃধার কাছ এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, তার পাকাস্থাপনা ভাঙার বিষয় আমি সম্পক্ত নই। আমি আমিনুল ইসলামর কাছে ১ শতাংশ জমি পাই। ৩ বছর আগে সামাজিকভাবে বসা হলে জায়গা দেন। কি নামজারী করে দিচ্ছে না।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মাে. আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে অভিযাগ হয়েছে জানতে পেরেছি। তদন্ত সাপক্ষ প্রয়াজনীয় ব্যবস্থা নেওয়া হবে।