ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
এবারের জাতীয় যুব দিবস ২০২৩ এর প্রতিপাদ্য হলো- স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।
রাজশাহীর মোহনপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার (১লা নভেম্বর) সময় বেলা ১০.০০ ঘটিকায় জাতীয় যুবদিবস ২০২৩ উৎযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার
আয়শা সিদ্দিকা এর সভাপতিত্বে যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ, গাছের চারা বিতরণ ও মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান। বিশেষ অতিথিঃ মেহবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার নাহিদ, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামিম, উপজেলা বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষ জিএফএম হাসনুল ইসলাম উমর ফারুক, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান,
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জেবানুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন
মোহনপুর প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও
মোহনপুর উপজেলা মাদক, জঙ্গিবাদ, নাশকতারোধ, ইভটিজিং ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির আহবায়ক সচেতনকর্মী ফিরোজ আলম,
উপজেলা মহিলা লীগের সাভানেত্রী ডলি আক্তার,
উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবিনা খন্দকার, উপজেলা যুব উন্নয়ন ক্যাসিয়ার গোলাম কিবরিয়া। সভায় উপস্থিত ১০ জন যুব মহিলা ও যুবকে বিভিন্ন প্রকল্পের আওতায় মোট ৪.৭০.০০০/- (চার লক্ষ সত্তর হাজার) টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জুলফিকার সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের সভাপতি ও সভানেত্রী এবং যুব উন্নয়ন হতে উপকারভোগী এক শতাধিক যুব ও যুবনারী।