ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
গ্যাস বিদ্যুৎ চাল ডাল আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত পুনরুদ্ধার ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্তান কমসুচি পালন করেছে রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। শনিবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতিতে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিকে ঘরে বিশৃঙ্খলা রোধে সতর্ক অবস্থান নেয় থানা পুলিশ।
উক্ত অবস্তান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক এমপি জাহান পান্না, বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন।
মোহনপুর উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবুর আর রশিদ এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচি পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জাকির হোসেন বকুল ও সদস্য সচিব বাচ্চু রহমান।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধুরইল ইউপি সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন,
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাদের মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল সরকার ডিকো, যুগ্ম-আহবায়ক সাদ্দাম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রায়সুল ইসলাম রাসেল, উপজেলা যুবদলের নেতা সাহারিয়ার সাজ্জাদ ও আব্দুর রহিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাকসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।