গত ২৩ শে অক্টোবর রোজ রবিবার ‘পাশে আছি আমরা’ নামক এক সামাজিক সংগঠন এর আয়োজনে ময়মনসিংহ সদর উপজেলার অন্তর্গত চর হরিপুর আদর্শ স্কুল এন্ড কলেজ মাঠে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।সংগঠন এর প্রতিষ্ঠাতা সুজন আহমেদ এর সভাপতিত্বে ও মোঃ ইসমাইল হোসেন শাকিল এবং আসফিয়া জাহান কথার উপস্থাপনায় অনুষ্ঠিত উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন –
ইসলামিক চিন্তাবিদ ও গবেষক মোঃ আব্দুল কাইয়ুম, ফ্লোরেন্স কলেজ,ময়মনসিংহ এর প্রভাষক আলমাস হুসাইন শাজা,ধুমকেতু এক্স এর ফাউন্ডার নাহিয়ান আল রহমান অলি,চর হরিপুর আর্দশ স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সোহাগ এবং প্রধান শিক্ষক মোহাম্মদ শাহিন মিয়া সহ শাইন ক্রিয়েটিভ একাডেমি এর সহকারী শিক্ষিকা হাফছা রহমান রিনা। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠন এর অন্যতম সদস্য আবুল হাসনাত রাতুল,সোনিয়া হক,মাহদী হাসান শ্রাবণ, আরিফ,আরিয়ান হোসেন মিষ্টু,হাফিজা আক্তার সহ প্রমুখ।
জানা যায় ‘পাশে আছি আমরা’ সংগঠন দীর্ঘ তিন বছর যাবৎ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে। ইদানীং আত্মহত্যা নামক মরণব্যাধীর প্রভাব সমাজে বৃদ্ধি পাওয়ায় সংগঠন এর সদস্যরা ‘হতাশায় আত্মহত্যা নয়’ শিরোনামে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কর্মশালা হাতে নিয়ে একের পর ক্যাম্পেইন কার্যক্রম করে আসছে। এরই ধারাবাহিকতায় চর হরিপুর আদর্শ স্কুল এন্ড কলেজ মাঠেও অনুষ্ঠিত হয়েছে এই কর্মশালা। কর্মাশালায় বক্তারা বলেন- আত্মহত্যা কখনো কোনো সমাধান হতে পারে না, আমাদের জীবনে অনেক হতাশা আসবে,খারাপ সময় আসবে, নিজের আত্মাকে হত্যা করার মতো চিন্তা অনুভব হবে তাই বলে আমাদেরকে এই ভুল কাজ করা যাবে না। বরং আমাদেরকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে সামনের দিকে, মনে রাখতে হবে লাইফ ইজ ড্রীম, লাইফ ইজ স্ট্রাগল, লাইফ ইজ ফাইট।
এছাড়াও বক্তারা আরো বলেন- শুধু ইসলাম ধর্মে নয়, সকল ধর্মেই নিজ আত্মাকে হত্যা করা নিকৃষ্ট কাজ। আর এই নিকৃষ্ট কাজে অংশগ্রহণ কারী ব্যক্তি কখনোই লাভবান হতে পারবে না।তাই হতাশায় আমাদের ভেঙে পড়লে চলবে না, আমাদেরকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে সামনের দিকে, লক্ষ্য ঠিক রেখে পৌঁছাতে হবে সাফল্যের প্রান্তে।অবশেষে সংগঠন এর সভাপতি সুজন আহমেদ বলেন- সমাজে বেশি করে এমন কর্মশালার আয়োজন হলে আত্মহত্যার সংখ্যা অনেকাংশে কমে যাবে বলে আশা রাখা যায়।অবশেষে সকলকে এসব কর্মশালা করার প্রতি আহ্বান জানিয়ে সমাপনী বক্তব্যে শেষ হয় উক্ত আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কর্মশালা।