লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার বান্দেরকুড়া গ্রামে যৌতুকের দাবিতে স্বামী আব্দুল লতিফের বিরুদ্ধে স্ত্রী মোছাঃ রতনা বেগম (৩০) হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই স্বামী পলাতক ছিলো । পুলিশ এ ঘটনায়
সোনারহাট এলাকা থেকে মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আই নুরুজ্জামান আসামি আব্দুল লতিফ কে অদ্য ইং গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। মামলা নাম্বারঃ ১২ জিআর ১২, তারিখ ১৩/০১/২৪ ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন(সংশোধনীয় /০৩)এর ১১(ক)/৩০
পুলিশ জানায়, চলবলা ইউনিয়নের বান্দেরকুড়া গ্রামের রতনা বেগম স্বামী আব্দুল লতিফ সহ আরও ৩ জন মামলার পরোয়ানাভুক্ত আসামি।রত্না বেগম এর পিতা মোঃ জহুরুল ইসলাম দাবি, যৌতুকের জন্য শুক্রবার
দুপুরে যৌতুকের টাকা বিষয় কে কেন্দ্র করে স্বামীর সাথে ঝগড়া বিবাদের জের ধরে, স্ত্রী মোছাঃ রত্না বেগম (৩০), পিতাঃ মোঃ জহুরুল ইসলাম কালীগঞ্জ উপজেলার বৈরাতী গ্রামের মেয়ে। স্বামী মোঃ আব্দুল লতিফ ৩ বাচ্চার জননী গৃহবধূ কে ১২/০১/২৪ ইং দিন ভর নির্যাতন করে অসুস্থ হলে সন্ধ্যায় পল্লী চিকিৎসক বেলাল হোসেনকে বাসায় নিয়ে আসেন পরে ডাক্তার রোগীকে ইনজেকশন পুষ করলে কিছুক্ষণ পর ঘটনাস্থলেই মারা যায় রতনা বেগম (৩০)
এ বিষয়ে ওসি ইমতিয়াস কবির জানান, রতনা বেগম পিতা জহুরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ স্বামী আব্দুল লতিফকে গ্রেপ্তার করেছে। বাকি আসামি কে ধরতে পুলিশ কাজ করছে।