ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ রংপুরে বিভাগীয় পর্যায়ে ৫ জন শ্রেষ্ঠ জয়িতার মধ্যে অর্থ নৈতিকভাবে লালমনিরহাটের দালালটারী গ্রামের আশরাফ আলীর স্ত্রী রাশেদা খাতুন, ,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী হিসেবে লালমনিরহাট সদরে আদর্শপাড়ার আবুল কাশেমের মেয়ে আকলিমা খাতুন মুক্তা এ জয়িতা পুরস্কার অর্জন করেন।
অন্য জেলার যে তিনজন যে বিষয়ে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন তারা হলেন সমাজ উন্নয়নে অসামান্য শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে রংপুর নগরীর মাহিগঞ্জ আফানউল্ল্যা এলাকার মীর আনিসুল হক পেয়ারের মেয়ে সাহিনা সুলতানা, সফল জননী নারী হিসেবে কুড়িগ্রাম পৌরসভার সরকারপাড়া গ্রামের মতিয়ার রহমান সরকারের মেয়ে আমেনা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন নারী হিসেবে কুড়িগ্রাম হোসেনখাঁ পাড়ার নুরুন নবীর স্ত্রী রওশন আরা বেগম।
গত বুধবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে জয়িতা নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী। স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতাদের উত্তরীয় সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয় ৫ জন শ্রেষ্ঠসহ আরও ৩৫ জন জয়িতাকে।