শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার
রংপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, বিপিএম বার, পিপিএম বার।
সোমবার (২৬ জুন ২৩)বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যলয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, বিপিএম বার, পিপিএম বার এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার, সকল উপ-পুলিশ কমিশনারবৃন্দ,অতিঃ উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দসহ রংপুর মহানগরীর সংবাদিকবৃন্দ। মতবিনিময় সভার শুরুতেই পুলিশ কমিশনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে শাহাদত বরণকারী সকল সদস্য এবং জাতীয় চার নেতা ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকলের আত্মত্যাগকে গভীর শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
এছাড়াও তিনি তাঁর বক্তব্যে শহীদ বীর পুলিশ সদস্য যারা স্বাধীনতার প্রথম প্রহরে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তাঁদেরকেও শ্রদ্ধাভরে স্মরণ করেন।
অতঃপর কমিশনার উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচয় বিনিময় পূর্বক রংপুর মহানগরীর বিদ্যমান সমস্যা ও এব্যাপারে করণীয় সম্পর্কে তাদের অভিমত ব্যক্ত করার আহবান জানান।
এ সময় উপস্থিত সাংবাদিকবৃন্দ কমিশনার এর উদ্দেশ্যে নগরীর বিদ্যমান বিভিন্ন অপরাধসমূহ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থায় বিদ্যমান সমস্যা সম্পর্কে সমস্ত ধারণা তুলে ধরেন এবং এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। একই সাথে পেশাদারিত্ব বজায় রেখে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সকল প্রচেষ্টার সাথে থাকবেন মর্মে সাংবাদিকগণ তাদের অভিমত ব্যক্ত করেন।এরপর কমিশনার সাংবাদিকবৃন্দের প্রদত্ত অভিমতের প্রেক্ষিতে তাঁর বক্তব্য উপস্থাপন করেন।
তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠনের পর থেকে গত ছয় বছরে রংপুর মেট্রোপলিটন পুলিশের অদম্য অগ্রযাত্রায় সাংবাদিকসহ সকল স্তরের মানুষের অবদানের কথা তুলে ধরেন। এছাড়া রংপুর মেট্রোপলিটন পুলিশকে একটি সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে আরপিএমপি’র প্রথম পুলিশ কমিশনার, রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম এর প্রচেষ্টাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় চলমান কার্যক্রম জোরদারকরণ এবং যুগোপযোগী ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নিমিত্তে মহানগরীর সকল স্তরের জনগণকে সাথে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি জঙ্গি, সন্ত্রাস, রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকান্ড এবং মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সম্মানিত নগরবাসীর প্রতি আহবান জানান। একই সাথে সকল সংবাদিকদের প্রতি গঠনমূলক সমালোচনা ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে পুলিশের কার্যক্রমকে গতিশীল করারও আহ্বান জানান।
পুলিশ কমিশনার তার বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মান ও স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্য বাস্তবায়নে রংপুর মেট্রোপলিটন পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান।##