(কুমিল্লা) প্রতিনিধি: ‘রক্তদান জীবনদান’ এই বার্তা সকলের কাছে সহজভাবে পৌঁছে দিতে এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলার `সম্মিলিত মানবিক সংগঠন ফোরাম’ এর উদ্যোগে চৌদ্দগ্রাম বাজারে হসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ সহ সাধারণ জনগণের রক্তদানের সচেতনতা পেস্টুন বিতরণ করা হয়েছে।
নতুন রক্তদাতার সন্ধানে এবং রক্তদানের সচেতনতা সৃষ্টি করতে ডা. মজিবুল হক এর সৌজন্যে চৌদ্দগ্রাম উপজেলা সম্মিলিত মানবিক সংগঠন ফোরামের উদ্যোগে চৌদ্দগ্রাম বাজারে এলাকায় অবস্থিত হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারসহ নাগরিকদের মাঝে এ সচেতনতা পেস্টুন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) বিকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা পরিচালক মোশাররফ হোসেন, পাঁচরা জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহাম্মদ সুমন, ২০ টাকার ফাউন্ডেশনের সভাপতি ইকবাল হোসেন নাঈম, স্বেচ্ছাসেবী মিজান ভূঁইয়া, এম জে হাছান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রক্তদান নিয়ে সচেতনতা আগের তুলনায় অনেকটা বাড়লেও এখনো সময়মত রক্তদাতা পাওয়া না যাওয়ার আক্ষেপ করে স্বেচ্ছাসেবী এম জে হাছান বলেন, ‘নিরাপদ রক্তদান প্রয়োজনের তুলনায় এখনো কিছুটা অপ্রতুল। ফলে পরোক্ষভাবে রক্তের অভাবে মারা যাচ্ছেন অনেক থ্যালাসেমিয়া রোগীসহ নানা রোগে আক্রান্ত্র মানুষ। এছাড়াও সচেতনতার অভাবে স্বেচ্ছায় রক্তদাতাদের আধিক্য না থাকায় প্রয়োজনের সময় রক্তের ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে রোগীর স্বজনদের। তাই চৌদ্দগ্রামে এমন উদ্যোগ হাতে নেওয়া। এ সময় তিনি গর্ভবতী মহিলার জন্য আগ থেকেই কমপক্ষে ২জন রক্তদাতা প্রস্তুত রাখার আহবান জানিয়ে প্রোগ্রামের সাথে একাত্বতা পোষন করে প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতাকারী সকল মানবিক যোদ্ধকে আন্তরিক ধন্যবাদ জানান।