এমরান মাহমুদ প্রত্যয়,নওগাঁ
রমজান মাস সিয়াম সাধনার মাস। এই মাসে শুরু হতে অসুস্থতার মাঝেও রমজানের সকল রোজা রেখে রূপসী নওগাঁর পুরষ্কার পেয়েছে আত্রাই উপজেলার বাউল্যা গ্রামের দশ বছরের শিশু জিফাত। জিফাত বাউল্যা মধ্যপাড়া গ্রামের শহিদুলের ছেলে।
জিফাতের পরিবার সূত্রে জানা গেছে সে রমজান মাসে শুরু হতে সকল রোজা করেছে। গত ২২ রমজান ও অনেক অসুস্থ হলে তারা রোজা ভাঙ্গতে বললে সে আল্লাহর ভয়ে রোজা ভাঙ্গে না। এবং পরদিন ও অসুস্থ অবস্থায় রোজা রাখছে তার নিয়ত আছে সকল রোজা রাখার।
এই সময় উপস্থিত ছিলেন রূপসী নওগাঁর পরিচালক ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, সদস্য মিনহাজুল ইসলাম, বাউল্যা মধ্যপাড়া মসজিদের সভাপতি নুরুল ইসলাম, রেজাউল ইসলাম সহ বাউল্যা মধ্যপাড়া মসজিদের সকল সদস্য ও মুসল্লীরা।
এমন আয়োজনের বিষয়ে রূপসী নওগাঁর পরিচালক ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ বলেন আমাদের এমন আয়োজনের উদ্দেশ্য শিশুদের আরও আগ্রহ তৈরি করা এবং তিনি মসজিদে উপস্থিত মুসল্লীদের সামনে আরও বলেন আজ হতে যারা একটানা ৪০ দিন জামাআতের সাথে নামাজ আদায় করবে তাদের সকলের জন্য রূপসী নওগাঁর পক্ষ হতে পুরষ্কার থাকবে।