তন্ময় দেবনাথ
রাজশাহী জেলা প্রতিনিধি
চারঘাট উপজেলার রামচন্দ্রপুর বাজারে ভোর রাতে দোকানের তালা ভেঙ্গে ৩টি দোকানে প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।
সিসিটিভির ফুটেজ ও অভিযোগ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সিসিটিভির ফুটেজ অনুযায়ি রাত ৪-৫০মিনিটে চারঘাট উপজেলার রামচন্দ্রপুর বাজারে পুঠিয়া রোডে অবস্থিত আড়ানী ব্যাটারি হাউস ও মেসার্স আমির হামজা ধর্ম মেসিনারিজের তালা ভেঙ্গে দোকান ঘরের ভিতরে থেকে ৩০ পিস ট্রাকের ও অটো ভ্যানের ব্যাটারী সহ মেসার্স আমির হামজা ধর্ম মেসিনারিজের মালামাল কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। উক্ত চুরির ঘটনায় মেসার্স আমির হামজা ধর্ম মেসিনারিজের মালিক মুহিদুল ইসলাম ও আড়ানী ব্যাটারি হাউসের মালিক জিল্লুর রহমান বাদী হয়ে মঙ্গলবার সকালে চারঘাট থানায় একটি অভিযোগ করেন।
এ ব্যপারে আড়ানী ব্যাটারি হাউসের মালিক জিল্লুর রহমান জানান , গতকাল সোমবার রাত আনু ৮ টায় আমার দোকান বন্ধ করে বাসায় চলে আসি। মঙ্গলবার সকাল ৭টায় দোকান খোলার জন্য গিয়ে দেখি দোকানের সকল তালা ভাঙা। ভিতরে থেকে ৩০পিচের মত ব্যটারী অনান্য জিনিস উধাও আমির হামজা ধর্ম মেসিনারিজের মালিক মুহিদুল জানান আমার দোকান থেকে মবিল এবং বেশ কিছু দামি পার্চ চুরি হয়। কে বা কাহারা রাতের আধারে আমাদের দোকানে চুরিটি করেছে।
এই বিষয়ে বাজর কমিটির সভাপতি সাহিনুর ও সাধারণ সম্পাদক জিল্লুর বলেন, চুরির বিষয়টি আমরা অবগত হয়েছি চোরকে শনাক্ত করনের পক্রিয়া চলছে এবং চারঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এই বিষয়ে চারঘাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।