তন্ময় দেবনাথ রাজশাহী জেলা প্রতিনিধি।
বাল্যবিয়ে মুক্ত পরিবার, সমাজ ও জাতি গঠনে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা(সেলপ) কর্মসূচি রাজশাহীর বাঘায় পাইলটিং প্রকল্প হিসেবে বাঘা পৌরসভার - কলিগ্রাম,পাকুরিয়া, বাজুবাঘা নতুনপাড়া, বাজুবাঘা ইউনিয়নের বাজিতপুর ও বেলগাছী (ঢাকা চন্দ্রগাতী) এবং মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম, ভানুকর, হেলালপুর ও মহদিপুর এই ৮ টি গ্রামে মোট ২০০ জন কিশোরীর পরিবারের উপর kobo collect app এর মাধ্যমে অনলাইন লাইভ জরিপের ভিত্তিতে প্রতিটি দলে মোট ২৫ জন করে ৮ টি স্বপ্নসারথি বা দ্যা ড্রিমার দল ( যে স্বপ দেখে) গঠন কার্যক্রম শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৬ই জুলাই ২০২৩) মনিগ্রাম ইউনিয়নের ভানুকর গ্রামে ২৫ জন কিশোরী যাদের বয়স ১৩ থেকে ১৭ বছর তাদের স্বপ্নসারথি দলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় এবং ৩ সদস্য বিশিষ্ট স্বপ্নসারথি কার্যকর কমিটি গঠন করা হয়।
এই কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে কিশোরীদের জীবনদক্ষতা উন্নয়নে আত্নবিশ্বাসী করে তোলা, একে অন্যকে সহযোগিতা এবং সমস্যা সমাধানে দলীয় পদক্ষেপ নেওয়া এবং বাল্যবিয়ে বিষয়ে সচেতন তা তৈরি করা ও প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহন করা হবে। বাল্যবিয়ে বন্ধ করার জন্য কিশোরীদের সংগঠিত করে তাদের জীবন দক্ষতার উন্নয়ন ঘটানো স্বপসারথি দল গঠনের অন্যতম উদ্দেশ্যে।
স্বপসারথি দল গঠন সভা পরিচালনা করেন এসোসিয়েট অফিসার (সেলপ) মোঃ মোমিনুল ইসলাম। এ সময়ে অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন পল্লী সমাজ সভাপ্রধান জয়িতা নারী উদ্দোক্তা মোছাঃ হাসি বেগম, নারী নেত্রী নার্গিস বেগম, পেয়ার লিডার নাজমা খাতুন সহ প্রমুখ।