তন্ময় দেবনাথ
রাজশাহী জেলা প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী – ৬ ( চারঘাট -বাঘা) আসন থেকে চতুর্থ বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
বাংলাদেশ আওয়ামী লীগ থেকে চতুর্থ বারের মতো আলহাজ্ব মো: শাহরিয়ার আলম কে মনোনয়ন দেওয়ায় আনন্দ প্রকাশ করতে দেখা গেছে চারঘাট-বাঘা উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণদের। এছাড়াও চারঘাট-বাঘার বিভিন্ন বাজারে দলীয় কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। এসময় নেতাকর্মীরা শাহরিয়ার আলম কে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।
গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ২১ নভেম্বর সন্ধ্যায় মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে রাজশাহীর ছয়টি আসন থেকে ৪৭ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন।
উল্লেখ্য, এর আগে রাজশাহী- ৬ (চারঘাট-বাঘা) আসন থেকে তিন বার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আলহাজ্ব মো : শাহরিয়ার আলম। এবার চতুর্থবারের মতো তাকেই দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।