ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সদস্য ও রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম(৭৫)চাষীর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। গত বুধবার ৬ সেপ্টেম্বর রাত ১১ঃ১৫ ঘটিকায় উপজেলার চাকিরপশার ইউপির পাঠক পাড়া গ্রামের নিজ বাড়ীতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে পৃথিবীতে স্ত্রী তিন ছেলে এক মেয়েসহ নাতী নাতনী রেখে যান। বৃহস্পতিবার দুপুর ২ঃ৩০ ঘটিকায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজার আগে রাজারহাট থানা পুলিশের একদল চৌকস পুলিশ গার্ড অব অনার প্রদান করেন। এসময়ে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি)এবিএম আরিফুল হক,রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহিল জামান। জানাজা পুর্বে তাহার বর্ণাঢ্য রাজনৈতিক ও শিক্ষকতা জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে কথা বলেন, এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু,রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,হিজবুল আরাফাতের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুল্লাহ সিদ্দিকী,সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব সফিকুল ইসলাম রানা,মরহুমের ভাই আব্দুল বাতেন,মরহুমের বড় সন্তান সোহরাওয়ার্দী বুলু,চাকিরপশার ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। জানাজা পরিচালনা করেন মৌলভী মোবারক হোসেন। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পাবলিক প্রসিকিউটর একুশে পদকপ্রাপ্ত অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন,রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আসিফ সোহরাওয়ার্দী রাজন,জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আকবর আলী সরকার, কুড়িগ্রাম জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক অ্যাডভোকেট আলহাজ্ব রুহুল আমিন দুলাল, জেলা আওয়ামী যুবলীগ যুগ্ম আহবায়ক আনিচুর রহমান খন্দকার চাঁদ,চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম প্রমুখ।