‘স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বের বিকাশ’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে আরইউ ট্যালেন্ট হান্ট ২.০। ইউনাইটেড ন্যাশন্স ইউথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগের আয়োজনে আগামী ১৯ নভেম্বর এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
জানা গেছে, এই সৃজনশীল প্রতিযোগিতায় মাসব্যাপী ৬ টি ভিন্ন ভিন্ন সেগমেন্টে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সেগমেন্টগুলোর মধ্যে রয়েছে, প্রো গ্রাফিক্স ডিজাইনার , ইনোভেটিভ পোস্টার ক্রিয়েশন , স্লাইড মেকিং কন্টেস্ট, ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং, ফটোগ্রাফি চ্যালেঞ্জ এবং কুইজ ব্যাটেল। ৬টি সেগমেন্টে ১৮ টি অ্যাওয়ার্ডসহ প্রত্যেক অংশগ্রহণকারী ও বিজয়ীরা পাবে সনদপত্র।
সংগঠনের আঞ্চলিক সম্পাদক সাব্বির আহমেদ জানান, ‘এই প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের কর্ম দক্ষতা সবার সামনে তুলে ধরা সহ, নেটওয়ার্ক বিল্ডআপ এবং খুব সহজে কমিউনিকেশন স্কিল ডেভলপ করার সুযোগ পাবেন।’
উল্লেখ্য, ১৬ নভেম্বর পর্যন্ত রাবির টুকিটাকি চত্বরে ইউনিস্যাব এর বুথে রেজিস্ট্রেশন চলবে। এছাড়া অনলাইনে ‘UNYSA BANGLADESH -Rajshahi Division ফেসবুক পেজে ইভেন্ট অপশনে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। ১৭ নভেম্বর প্রথম পর্যায়ের প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হবে।