শনিবার ইস্ট লন্ডনে স্বাগতিকদের ১১৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারী বাংলাদেশ। আগে ব্যাটিং পেয়ে মুরশিদার ৯১ রানে ভর করে বাংলাদেশ আনে ২৫০ রানের পুঁজি। বাংলাদেশের স্পিন বিষে ৩৬.৩ ওভারে ১৩১ রানেই কাবু হয়ে যায় প্রোটিয়ারা।
ক্রীড়া প্রতিবেদক
রোববার ডিসেম্বর ১৭, ২০২৩ ১২:২৮ পূর্বাহ্ন সর্বশেষ আপডেট: রোববার ডিসেম্বর ১৭, ২০২৩ ০৪:৪৭ অপরাহ্ন
Bangladesh women cricket Team
জুতসই ওপেনিং জুটির ভিতে দাঁড়িয়ে তিনে নামা মুরশিদা খাতুন দেখান ঝলকে। তার ব্যাটের দ্যুতিতে বাংলাদেশ পায় নিজেদের ইতিহাসের সেরা পুঁজি। বড় সংগ্রহ নিয়ে জ্বলে উঠেন বোলাররাও। নাহিদা আক্তার, রাবেয়া খান, সুলতানা আর ফাহিমা খাতুনের ঘূর্ণি সামলাতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
শনিবার ইস্ট লন্ডনে স্বাগতিকদের ১১৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারী বাংলাদেশ। আগে ব্যাটিং পেয়ে মুরশিদার ৯১ রানে ভর করে বাংলাদেশ আনে ২৫০ রানের পুঁজি। বাংলাদেশের স্পিন বিষে ৩৬.৩ ওভারে ১৩১ রানেই কাবু হয়ে যায় প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার মাঠে এটি বাংলাদেশের মেয়েদের প্রথম কোন ওয়ানডে জয়। ওয়ানডেতে নিজেদের ইতিহাসেরও সবচেয়ে বড় জয় পেয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।