নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ থেকে সফলতার শহীদ কাজ করায় ডিজি পদক পেলেন সৈনিক মোঃ আল আমিন মিয়া। তার বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশহর গ্রামে। ১৩ জানুয়ারি ২০১৭ সালে সেনাবাহিনীতে যোগদান করেন। ২৩ সেপ্টেম্বর ২০২০ সালে র্যাব হেডকোয়ার্টার্স লিগ্যাল এন্ড মিডিয়া উইং এ যোগদান করেন এবং এখন পর্যন্ত কর্মরত আছেন তিনি।
পেশাগত কাজে অসামান্য অবদান রাখায় ১২০ জনকে ডিজি পদক দেওয়া হয়েছে। বিভিন্ন ব্যাটালিয়নের সদস্যদের পাশাপাশি র্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের চার সদস্য এই পদক অজর্ন করেছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দফতরের দরবার হলে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর দ্বিতীয় দিনে ‘র্যাব মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে এ পদক তুলে দেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
র্যাবের মিডিয়া উইংয়ের ডিজি পদক (সেবা) প্রাপ্তরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহম্মদ, সার্জেন্ট মোঃ আব্দুল্লাহ আল মামুন, কর্পোরাল (ক্লার্ক) মোহাম্মদ আরজান মোল্লা ও সৈনিক মোঃ আল আমিন মিয়া।
ডিজি পদকধারী (সেবা) সৈনিক মোঃ আল আমিন মিয়া বলেন, সততা, নিষ্ঠা, কর্তব্য ও উত্তম পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য আমি ডিজি পদক পেলাম। আমি আমার চাকরি জীবনের শেষ দিন পর্যন্ত আমার ওপর অর্পিত দায়িত্ব শত ভাগ সততার সাথে পালন করতে চাই।