আজ ২ নভেম্বর স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস।
”তোমার চোখে বিশ্ব দেখুক অন্য কোন প্রাণ রক্তদানের মহান ব্রতে হও আগুয়ান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাটগ্রামে লালবিন্দু রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২২ পালিত হয়েছে।
জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২২ উপলক্ষে লালবিন্দু রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠন উপজেলার বাইপাস মোড়ে ফ্রি ব্লাড নির্ণয়ের আয়োজন করে।
এসময় আড়াই শতাধিকেরও বেশি মানুষ ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়ে অংশগ্রহণ করেন।
স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২২ উপলক্ষে বাইপাস মোড়ে বিভিন্ন পেশার মানুষদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে লালবিন্দু রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি লাবিদ হাসানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন,পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক।
এছাড়াও লালবিন্দু রক্তদান সেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা সাদেকুল ইসলাম সজীব,মজিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।