ফারুক আহমেদ সূর্য,স্টাফ রিপোর্টারঃ
ঘুরে ফিরে আসে পবিত্র ঈদুল আযহা আমাদের জীবনে বারংবার। মহান আল্লাহ বছরে দুটি শ্রেষ্ঠ আনন্দের দিন দেয়ায় আমরা পেয়েছি ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। এই দুই ঈদ'ই রয়েছে ভিন্ন ভিন্ন আনন্দ। তাই (২৯জুন)২০২৩ এর ঈদুল আযহা উপলক্ষে লালমনিরহাট সদর থানাবাসীসহ সর্বস্তরের জনগণকে লালমনিরহাট সদর থানার পুলিশের পক্ষ থেকে জানান পবিত্র ঈদুল আযহা'র শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ত্যাগের মহিমায় ঈদুল আযহা কোরবানির বৈশিষ্ট্য মনুষ্যত্ব এর সাথে ঘটে যাওয়া তথ্য রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল (আ) এর মহান ত্যাগের নিদর্শন।
এই ত্যাগের মূলে ছিল আল্লাহর প্রতি ভালোবাসা এবং তার সন্তুষ্টি অর্জন। প্রিয় বস্তুকে য়ে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্থাপন করে গেছেন তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় হয়ে আছে বলে জানান লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল আলম।
পবিত্র ঈদুল আযহার সামর্থ্যবান মুসলমানগণ মহান আল্লাহ তাহালা রাব্বুল আলামিনের সন্ত্যষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকে।
কোরবানির পশু জবাই করার সাথে সাথে মানুষের মনের পশুকে কোরবানি করাই ঈদুল আযহার প্রকৃত শিক্ষা। বছর ঘুরে যে ঈদ আসে আমাদের জীবনে তা আমাদের কে অনেক কিছু শিক্ষা দেয় পরমতসহিষ্ণুকতা, সাম্প্রদায়িক সম্পীতি,শান্তিপূর্ণ সহাবস্থান আত্মত্যাগের শিক্ষা দেয় এই আমাদের শিক্ষা চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে আমাদেরই। আসুন আমরা সকলে মিলে হিংসা, বিদ্বেষ, বিভেদ, গরীব-ধনী পার্থক্য না করি সকলে মিলেমিশে আসন্ন ঈদুল আযহার মর্মবাণী ধারণ করে মহান আল্লাহর সন্ত্যষ্টি ও সান্নিধ্য লাভের উদ্দেশ্যে পশু কোরবানির সাথে সাথে মনের পশুত্বকে জবাই করে এই বিশ্ব শান্তিপূর্ণ, বৈষম্যহীন,সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ তথা দেশ গঠনের শপথ গ্রহণ করি। পরিশেষে ঈদের এই অনাবিল আনন্দ ও সুখশান্তি বছরের প্রতিদিনই প্রবাহিত হোক এই দেশের ও বিশ্বের প্রতিটি মানুষের অন্তরে এই প্রত্যাশায় সবাইকে আসন্ন পবিত্র ঈদুল আযহার শুভেচছা ও ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক।