ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাটের (আদিতমারী) উপজেলায় ২৭ও ২৮ জুলাই, ২০২৩ বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা অনুষ্ঠিত।
তৃণমূলের সাহিত্যিকদের জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে এই মেলার আযোজন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় আদিতমারী সরকারি কলেজ মাঠে সকালে উপজেলা সাহিত্য মেলা ও বই মেলা অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ’র সভাপতিত্বে খোলা আকাশে উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন ও শান্তির প্রতীক একজোড়া পায়রা ছেড়ে দেয়া হয়।
লালমনিরহাট আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি, আর, সারোয়ার এঁর দেখভালো ও উপজেলা প্রশাসন, আদিতমারী লালমনিরহাটের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আদিতমারী উপজেলার সহকারী কমিশনার ভূমি রওজাতুন জান্নাত, আদিতমারী উপজেলা চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক, আদিতমারী সরকারি কলেজ প্রিন্সিপাল আজিজার রহমান, আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, আদিতমারী উপজেলার আওয়ামিলীগের সভাপতি মোহাম্মদ আলী প্রমূখ।
উপজেলা সাহিত্য মেলার বক্তৃরা বলেন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সৃষ্টির অমর কবিতার কবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গর্বিত জন্মভূমি থেকে আমরা এই সাহিত্য মেলার শুভ সূচনা করছি। তারা আরও বলেন হাজার বছরের বাঙালি সংস্কৃতি ধরে রাখতে ও তৃণমূলের সাহিত্যিকদের জাতীয় পর্যায়ে তুলে ধরতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগে এই দেশের কবি ও সাহিত্যিকরা দারুণ আনন্দ ফীল করেন। আদিতমারী উপজেলার লেখকদের নাম নিবন্ধন সাহিত্য ও সংস্কৃতির ওপর প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা, কবিতা, ছড়া, কথাসাহিত্য, নাটক, প্রবন্ধ-গবেষণা প্রভৃতি রচনার কলা-কৌশল এবং পদ্ধতিগত দিক নিয়ে লেখক কর্মশালা, সাহিত্য পাঠ/সাহিত্য আড্ডা, সংস্কৃতি অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।
শুক্রবার মেলার সমাপনী দিনে সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সাহিত্য মেলায় প্রবন্ধ পাঠ, আলোচনা সভা, সাহিত্য আড্ডা, সংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে মুগ্ধ আদিতমারী উপজেলার কবি ও সাহিত্যিকগণ।