ফারুক আহমেদ সূর্য,উপজেলা প্রতিনিধিঃ লালমনিরহাট
৯৭৪ ভোট পেয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ২নং ভেলাবাড়ি ইউনিয়ন ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মোছাঃ আনোয়ারা বেগম ফুটবল প্রতীকে ৩০২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য মোট ভোটার সংখ্যা ২১৬০জন। পুরুষ ভোটার ১১১০জন,নারী ভোটার ১০৫০জন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবদুল মতিন সরকার( তালা প্রতীকে) পেয়েছেন ৬৭২ ভোট।
সোমবার (১৭জুলাই) ২০২৩ মাগরিবের আগে উপজেলা রিটানিং অফিসার মুকুল চন্দ্র রায় সাংবাদিকদের জানান ২০২৩ সালের ১০মে ভেলাবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য আলতাফ হোসেন মারা যাওয়ায় ওয়ার্ডটি শূন্য ঘোষণা করা হয়। এবং শূন্য হওয়া উপনির্বাচনটি (১৭জুলাই) ভোট গ্রহণ ও গণনার ঘোষণার দিন ধার্য্য করা হয়।
জয়ী মোছাঃ আনোয়ারা বেগম এ নির্বাচনে মরহুম সফল ইউপি সদস্য আলতাফ হোসেন এর স্ত্রী।
নবনির্বাচিত ইউপি সদস্য আনোয়ারা বেগম তাঁর স্বামীর স্মৃতি চারণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং ভেলাবাড়ী ৭নং ওয়ার্ডের সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন করেন। সেই সাথে শান্তিপূর্ণ ভোট উপহার দেয়ায় প্রশাসনের সকল কর্মকর্তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে সবার জন্য দোয়া করেন।