ফারুক আহমেদ সূর্য স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
পরিবর্তন সম্ভব! পরিবর্তন চাই! শ্লোগানে গণসংহতি আন্দোলন লালমনিরহাট শাখার আহবায়ক প্রয়াত আবু তালেব মোঃ আজাদ লিমটনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় শিক্ষার মূল লক্ষ থেকে আমরা কতদূরে? শিরোনামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২১ (অক্টোবর) ২০২৩ বিকেলে লালমনিরহাট সোনালী পার্ক মীর লাইব্রেরি-তে গণসংহতি আন্দোলন লালমনিরহাট শাখার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন লালমনিরহাট জেলা কমিটির সদস্য নয়ন কুমার রায়।
লালমনিরহাট জেলা কমিটির যুগ্ম আহবায়ক দিপক রায় এঁর সভাপতিত্বে প্রধান বক্তার আলোচনায় ছিলেন ঢাকা গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক রাহমান চৌধুরী।
আলোচক প্রয়াত আবু তালেব মোঃ আজাদ লিমটনের সহধর্মিণী মোছাঃ মনোয়ারা খাতুন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু, রাজনীতিক আজমুল হক পুতুল, সাপ্টীবাড়ী ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক আব্দুর বাতেন মন্ডল, রত্নাই থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাহিত্যিক প্রতিক হাসান, কবি ও সাংবাদিক হেলাল হোসেন কবির কবি ও সাংবাদিক ফারুক আহমেদ সূর্য, কবি সম্পাদক কাব্য রাসেলসহ অনেকেই উপস্থিত ছিলেন।