ফারুক আহমেদ স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাট পৌর এলাকার সাপটানায় অবস্থিত দেববাড়ী পূজা মন্ডপে পরিদর্শনে এসে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দেবির বোধন এর শুভ সূচনা করলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার অনরারী কনস্যুল লিঁয়েনদ্রো গাবার্দি।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শহরের দেববাড়ী পূজা মন্ডপে পরিদর্শনে আসেন তিনি।
এসময় বক্তব্যে, বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার অনরারী কনস্যুল লিঁয়েনদ্রো গাবার্দি বলেন,আমি এখানে দুর্গাপুজার এমন আয়োজনে আসতে পেরে অনেক খুশি।আপনাদের বাংলাদেশে এসে এমন আয়োজনে দেখে ভালো লাগছে। এদেশের সাধারণ মানুষের আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে ও আমাদের দেশ আর্জেন্টিনাকে এভাবে বাংলাদেশের মানুষ সমর্থন দিয়ে যাবে আশা করছি।
এর আগে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার
অনরারী কনস্যুল লিঁয়েনদ্রো গাবার্দিসহ অন্যান্য অতিথিবৃন্দ দেব বাড়ি এসে পৌঁছালে তাদের দেববাড়ি পূজা মণ্ডপের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে অনুষ্ঠানে,
দেববাড়ি পূজা মণ্ডপের সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সঙ্গঅতিথি শুভ সিং, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন প্রমূখ
পরে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার অনরারী কনস্যুল লিঁয়েনদ্রো গাবার্দি শহরের গোশালা বাজার গোশালা সোসাইটি পূজামণ্ডপ ও কালীবাড়ি এলাকার একই আঙ্গিনায় অবস্থিত মসজিদ ও মন্দির পরিদর্শন করেন।