নিজস্ব প্রতিবেদকঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আগুন লেগে আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
বুধবার (১ নভেম্বর) রাত ৩ টার দিকে উপজেলার বাউরা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- ব্যবসায়ী আনোয়ার হোসেন, বুলু মিয়া, নবীউল ইসলাম, আব্দুর রশিদ, হাবিবুল হক, আবু তালেব, সোহরাব আলী ও আলম হোসেন।
পাটগ্রাম উপজেলার
বাউরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মামুন সরকার জানান রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ীরা। রাত ৩ টার দিকে বাজারের একটি মুদির দোকানে হঠাৎ আগুন লাগে।
খবর পেয়ে পাটগ্রাম ও হাতীবান্ধা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই বাজারের আটটি দোকান ও মালামাল সর্ম্পর্ণ পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
পাটগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মফিদার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।