ফারুক আহমেদ সূর্য, জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট
লালমনিরহাটের মোগলহাট ইউনিয়ন শাখা বিএনপির দুড়াকুটি কামরুন্নেচ্ছা ডিগ্রী কলেজ মাঠে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট মোগলহাট ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক শুকুরউদ্দিন মেম্বারের সঞ্চালনায় ও লালমনিরহাট মোগলহাট ইউনিয়ন শাখা সভাপতি আবুল কাশেম মজনু মন্ডল এঁর সভাপতিত্বে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চিকিৎসার দাবি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও ফরমায়েসী রায় বাতিলসহ উত্তর জনপদের রাজনৈতিক ম্যাজিশিয়ান বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সংগ্রামী সভাপতি জননেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার ও এক দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক প্রধান বক্তা র বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন সরকারের অবজ্ঞা, গায়েবি মামলা, নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং এক দফা দাবি আদায়ে এ জনসভার আয়োজন করে লালমনিরহাট মোগলহাট ইউনিয়ন শাখা বিএনপি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম পাটোয়ারী সাজু, সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব শিবেন্দ্র নাথ কার্জ্জী শিবু, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমূখ।
সমাবেশের শুরুতে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।