লালমনিরহাটে বঙ্গবন্ধু পরিষদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফারুক আহমেদ সূর্য স্টাফ রিপোর্টারঃ, লালমনিরহাট জেলার সদর উপজেলায় ছাত্রলীগ সংলগ্ন রেল শ্রমিক ইউনিয়ন ৭নং ওয়ার্ডের বাবুপাড়ায় বঙ্গবন্ধু পরিষদ এর ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে।শুক্রবার বিকেলে ৫ টায় বীর মুক্তিযোদ্ধা (অবঃ) আব্দুল মজিদ মন্ডল এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
প্রধান বক্তা ছিলেন (সাবেক এমপি) কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় সংসদ অ্যাডঃ সফুরা বেগম রুমি। বিশেষ অতিথিঃ সহ-সভাপতি জেলা আওয়ামিলীগ সিরাজুল হক,সহ-সভাপতি জেলা আওয়ামিলীগ নজরুল হক পাটোয়ারী ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামিলীগ অ্যাডঃ আশরাফ হোসেন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক, গোলাম মোস্তফা স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, মেয়র পৌরসভা রেজাউল করিম স্বপন,চেয়ারম্যান সদর উপজেলা কামরুজ্জামান সুজন, সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামিলীগ এনামুল হক, সভাপতি পৌর শাখা মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক পৌর শাখা কাজী নজরুল ইসলাম তপন প্রমুখ।
যে দুজন সঞ্চালনায় ছিলেন কবি কথা সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি ও সদর উপজেলা লালমনিরহাট সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু পরিষদের আব্দুল মান্নান।