ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
রোববার (১ অক্টোবর) বিকাল ৩টায় লালমনিরহাটের শেখ কামাল স্টেডিয়াম হলরুমে ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন এর আয়োজনে বাংলাদেশ বনাম ভারত মৈত্রী শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট সিরিজ ২০২৩ উপলক্ষে- সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লালমনিরহাট ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী খান মিঠু বলেন, আগামী ১৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর ২০২৩ পর্যন্ত লালমনিরহাট জেলা শহরের শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ভারত মৈত্রী শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট সিরিজ। এই সিরিজে অংশগ্রহণ করবে বোর্ড অব ডিজাবেল ক্রিকেট এ্যাসোসিয়েশন, হায়দারাবাদ, ভারত ও ইউনাইটেড রংপুর ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিম।
আগামী ১১ অক্টোবর ২০২৩ তারিখে ভারতের হায়দারাবাদ রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্ডিগো বিমানে বোর্ড অব ডিজাবেল ক্রিকেট এ্যাসোসিয়েশনের ২০ (বিশ) সদস্যের দল রওনা হয়ে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্ট হয়ে লালমনিরহাট জেলার পাটগ্রামের বুড়িমারী চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত ক্রিকেট সিরিজটি তত্ত্বাবধানে থাকবে লালমনিরহাটের ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন। যা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমরা এই ক্রিকেট সিরিজের মাধ্যমে লালমনিরহাট জেলাকে বাংলাদেশ, ভারত তথা ক্রিকেট বিশ্বে পরিচিত করার সুযোগ পাবো। সেই সাথে প্রতিবন্ধী ক্রিকেটারদের মেধা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করতে পারব বলে দৃঢ় আশাবাদি।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের সভাপতি রেজাউল করিম স্বপন, সহ-সভাপতি আবু জাহেদ ভুট্টুু, রাশেদুল ইসলাম, রবিউল ইসলাম আউয়াল, সাধারণ সম্পাদক মুহিন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হোসেন বক্কর, আরিফ ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ চৌধুরীসহ লালমনিরহাট ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন ও অন্যান্য খেলোয়ারবৃন্দ।