লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ” আলহাজ্ব সহির উদ্দিন স্মৃতি গণ গ্রন্থাগার” কতৃক চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা লিখি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের কাদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেন্দুকুড়ি আইডিয়াল মহিলা কলেজের প্রভাষক ফেরদৌস আহমেদ কোয়েল এর সভাপতিত্বে এ আয়োজন করা হয় ।
সমাজে সকল স্থরের মানুষের মাঝে জ্ঞানের আলো পৌঁছে দিতে এই আয়োজন করে। “এসো আলোকিত হই” এই মূলমন্ত্রে সকলকে বই পড়তে আগ্রহী করতে বিভিন্ন প্রতিযোগিতার উপহার সরুপ বই প্রদান করে হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষার্থীর মাঝে গল্প,কবিতা,উপন্যাস, সহজ জ্ঞান গর্ভ বিভিন্ন ধরনের বই সাময়িক সময়ের পড়ার জন্য প্রদান করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিবর রহমান, প্রধান শিক্ষক বোর্ডের হাট উচ্চ বিদ্যালয়, আরো উপস্থিতি ছিলেন প্রধান শিক্ষক দিলরুবা জাহান কাদমা সরকারি প্রথমিক বিদ্যালয়। এ ছাড়াও গন্য মান্য ব্যক্তি বর্গের মধ্যে, জনাব কুদ্দুস হোসেন জনাব ইসমাইল হোসেন, জনাব শফিক আহমেদ, জনাব রুবেল মিয়া ও বিভিন্ন ব্যক্তি বর্গ। সময় বক্আতাগন বলেন আলহাজ্ব সহির উদ্দিন স্মৃতি গণ গ্রন্থাগারের উদ্দেশ্য হল সমাজের সুবিধা বঞ্চিত ছেলেমেয়ে সহ সকলে যাতে শিক্ষার আলোয় আলোকিত হতে পারে,
তাই “আঁধারের মাঝে আলো যদি চাই চল সবাই গ্রন্থাগারে যাই” এই মূল মন্ত্র সকলের বুকে ধারণ করাতে এই আয়োজন করে।