ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাটের কুলাঘাট সদর বিদ্যালয় প্রাঙ্গণে অটিস্টিক ও প্রতিবন্ধী ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাতা সভাপতি উত্তম কুমারের সার্বিক সহযোগিতায় কুলাঘাট সদর রোডস্থে এ বিদ্যালয় প্রতিষ্ঠা রবিবার (১২ মার্চ) দুপুরে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনী হয়।
লালমনিরহাটে অটিস্টিক ও প্রতিবন্ধী ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ২০২৩ এর বিদ্যালয় কমিটির সভাপতি উত্তম কুমার এঁর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ মোঃ মতিয়ার রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, জেলা শিক্ষা অফিসার আব্দুল বারী, সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়, সেক্রেটারি,জেনারেল,আরডিএস,ঢাকা গাউসুল আযম, ভাইস চেয়ারম্যান, আরডিএস ঢাকা সফিনুর রহমান সনদ, কুলাঘাট ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, সদর উপজেলা জাতীয় পার্টি'র মাহাতাব আলী ও সাধারণ সম্পাদক সেচ্ছাসেবকলীগ শরিকুল ইসলাম রাজু।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল লতিফ মৃধা, গীতাপাঠ করেন তাপসী রায়। সারপুকুর যুব ফোরাম পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জামাল হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভা শেষে অটিস্টিক ও প্রতিবন্ধী ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয় উদ্বোধনের সময় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।