ফারুক আহমেদ সূর্য স্টাফ রিপোর্টার লালমনিরহাট
লালমনিরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির ৩৪ জন শিক্ষা সুপারভাইজার নিয়ে বার্ষিক কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টা হতে দিনব্যাপী লালমনিরহাট সাপ্টীবাড়ী পিটিআই হলরুম (৩য় তলায়) আশা-লালমনিরহাট জেলার এডুকেশন অফিসার পিয়াস আহমেদের সঞ্চালনায়, আশা-লালমনিরহাট সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার এঁর সভাপতিত্বে আশা শিক্ষা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক, এডুকেশন ম্যানেজার, আশা-কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা।
“আশা” সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে আশা ২০১১ সাল থেকে শিক্ষা কর্মসুচি পরিচালাচনা করছে। শিশু-২য় শ্রেণির ১২৭১৯টি শিক্ষাকেন্দ্র, শিশু-৫ম শ্রেণির ২৮৬৬টি শিক্ষাকেন্দ্র এবং ৬ষ্ঠ-৮ম শ্রেণির ৬১ পাঠদান কেন্দ্রের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় প্রায় ০৬ লাখ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিয়ে আসছে।
আশা শিক্ষা কর্মসুচিকে আরো গতিশীল, দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরির লক্ষ্যে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার শিক্ষা সুপারভাইজারদের নিয়ে লালমনিরহাট সদরের পিটিআই ভবনে বার্ষিক কর্মশালায় প্রধান অতিথি সামিউল হক এ-সব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন আশা-দিনাজপুর ডিভিশন সিনিয়র এডুকেশন অফিসার, আজাদুল হক, আশা-কেন্দ্রীয় কার্যালয়ের টেকনিক্যাল অফিসার এডুকেশন প্রান্ত দাস।
আশা শিক্ষা কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন, আশা লালমনিরহাট জেলার সদর-১ ও সদর-২ ব্রাঞ্চের বিএম মাহফুজ রহমান ও হারুনউর রশীদ প্রমূখ।