ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
শিক্ষা শান্তি প্রগতি এই শ্লোগানে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে ছাত্র সমাজ এবং তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট কুলাঘাট ইউনিয়ন শাখা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীসভা ও জীবনবৃত্তান্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ (সেপ্টেম্বর) ২০২৩ রাতে লালমনিরহাট কুলাঘাট উচ্চ বিদ্যালয় দ্বিতীয় তলার ৭ম শ্রেণীর ক্লাসরুমে কুলাঘাট ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোলায়মান আলী সবুজের সঞ্চালনায় ও কুলাঘাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শ্রী মিলন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান।
উদ্ভাবক লালমনিরহাট সদর উপজেলা শাখা সভাপতি এনামুল সাঈদ ও প্রধান বক্তা সদর উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান আওরঙ্গ, সম্মানিত অতিথি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ও বর্তমান ছাত্রলীগে নেতা শহিদুল ইসলাম, এনামুল হক, এমদাদুল হক,এরশাদুল হক,মিজানুর রহমান মন্টু, হাফিজুর রহমান, হারুন অর রশিদ, মুমিনুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সভাপতি /সম্পাদক নির্বাচনের জন্য কুলাঘাট ইউনিয়ন শাখা ছাত্রলীগের কয়েকজন সিভি জমা দেন প্রধান অতিথির হাতে।