ফারুক আহমেদ সূর্য স্টাফ রিপোর্টার লালমনিরহাটঃ সোজা সোজা রাস্তা চাই, সোজা রাস্তায় এক্সিডেন্ট নাই, সোজা রাস্তায় মৃত্যু নাই এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লালমনিরহাট জেলা সদরের কুলাঘাট রত্নাই সেতু ও সংযোগ সড়ক সোজা করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি ) সকাল ১০ টায় এলাকাবাসির আয়োজনে লালমনিরহাট-ফুলবাড়ি সড়কের কুলাঘাট রত্নাই ব্রীজ সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, কুলাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী সরকার , ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, খোকন সরকার, রমজান আলী রাঙ্গা, রফিকুল ইসলাম ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, সড়ক দূর্ঘটনা থেকে পরিত্রাণ পেতে আমাদের সোজা সড়ক ও সেতু দরকার। যদি সড়কটি সোজা হয় তাহলে সড়ক দূর্ঘটনায় থেকে যেমন আমরা রক্ষা পাবো ঠিক তেমনি সেই জায়গার একটি ফুটবল খেলার মাঠসহ মোট ৭.৮৬ শতক খাস জমি উদ্ধার হবে।
উল্লেখ্য যে, গত ২৪ জানুয়ারি, বাংলাদেশ সড়ক বিভাগ কর্তৃক প্রেরিত নকশা অনুযায়ী কুলাঘাট হইতে ফুলবাড়ী রোডে রত্নাই সেতু ও সংযোগ সড়ক নির্মাণে নির্ধারিত নকশায় অসংগতি প্রসঙ্গে লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে ১০৫ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়।