ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাটের আদিতমারী উপজেলা সারপুকুর ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত জাতীয়তাবাদী কৃষকদল সারপুকুর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আদিতমারী উপজেলা কৃষকদলের আহ্বায়ক শরিফুল ইসলাম মিঠু’র উদ্বোধক স্বাগত বক্তব্যে সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়(মাঝিপাড়া) স্কুল মাঠে মঙ্গলবার( ১২ সেপ্টেম্বর) ২০২৩ রাতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট আদিতমারী উপজেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম সেলিম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা কৃষকদল এর সভাপতি নুরুন্নবী মোস্তফা।
প্রধান বক্তাঃ লালমনিরহাট জেলা কৃষকদল এর সাধারণ সম্পাদক এনামুল হক মাষ্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারপুকুর ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি এ কে এম রবিউল ইসলাম কাজল, সারপুকুর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সারপুকুর ইউনিয়ন শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজুল হক সরকার।
প্রধান বক্তা এনামুল হক তার বক্তব্যে বলেন আমি আজকের এই সম্মেলন থেকে পরিষ্কারভাবে বলতে চাই এখানে যদি প্রশাসনের কেউ থেকে থাকেন আওয়ামী লীগের কেউ যদি থাকেন আমাদের কথা পরিষ্কার একদম খোলা কথা হাজারো মানুষের মধ্যে বলছি আজকেই সম্ভব হলে আজকের রাতেই অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আজকের
রাত্রেরপর সূর্যোদয়ের আগে যদি সম্ভব হয় দুলু ভাইয়ের নামে মামলা প্রত্যাহার করবেন। তিনি আরও বলেন দুদু ভাইকে আটকে রাখবেন এমন জেল কি বাংলাদেশে আছে।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহমান, রফিকুল ইসলাম, দেলদার রহমান, বায়েজিদ বোস্তামী এবং ইব্রাহীম খলীল রিপনের সঞ্চালনায় সারপুকুর ইউনিয়নের বহু নেতাকর্মী ছিলেন।