ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাটে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ এর প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
২১ এর প্রথম প্রহরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ লালমনিরহাট পুলিশ সুপার, মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান, সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমিসহ জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী, জেলা ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় শ্রদ্ধা নিবেদন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সদর উপজেলা ইউএনও ফেরদৌসআরা জান্নাত, লালমনিরহাট পৌরসভার সুযোগ্য মেয়র রেজাউল করিম স্বপন,সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ও ২১এর প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন,বাংলাদেশ প্রেসক্লাব, বঙ্গবন্ধু পরিষদ, সম্মেলিত সাংস্কৃতিক জোট,সূর্যমুখী সংগীত একাডেমি,স্বর্ণামতি নন্দিনী ও পাঠচক্রসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দেশ ও জাতির মঙ্গল এবং শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।