ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ
প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে ও লালমনিরহাট পৌরসভার সহযোগিতায় মহান মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ২০২৩ বিকেলে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা দিবস বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন এর উদ্বোধন করেন। লালমনিরহাট প্রথম আলো বন্ধু সভার সভাপতি সাহেবর হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর লালমনিরহাট জেলা প্রতিনিধি আবদুর রব সুজন, বক্তব্য রাখেন লালমনিরহাটের ৫২ এর ভাষা সৈনিক আবদুল কাদের ভাসানী, লালমনিরহাটের নারী অধিকার সংগঠক ও কবি ফেরদৌসী বেগম বিউটি।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন লালমনিরহাট প্রথম আলো বন্ধু সভার সহ সভাপতি ফারাহ নাজ নাহার ফিবা।
সাংস্কৃতিক অঙ্গনে বিকৃত ব্যবহার বাংলা ভাষার মর্যাদা নষ্ট করছে শীর্ষক বিতর্কে বিজয়ী হয়েছে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতর্ক টিমের সদস্যরা। বিজিত হয়েছে বিপক্ষ দলের সদস্য লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের বিতর্ক দলের সদস্যরা।