খাজা রাশেদ, লালমনিরহাট।
লালমনিরহাটে এক
গৃহবধুকে শ্লীলতাহানি সহ নির্যাতনের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন
রেজেকা বেগম (৪৫) নামে ভুক্তভোগী ঐ গৃহবধূ।
অভিযোগ সুত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া ও হাড়ীভাঙ্গা এলাকার নুর জামালের পুত্র আলামিন(২২) ও স্ত্রী আঞ্জু বেগম (৪৫),মমিন হোসেনের স্ত্রী নার্গিস বেগম (২৫),আলী হোসেনের স্ত্রী শাপলা বেগম (২৫),
নুর জামালের পুত্র নুর আমিন (১৯) ও আব্দুল হামিদের স্ত্রী আমিনা বেগম (৩৩) গনের সঙ্গে
সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া গ্রামের আনোয়ার উদ্দিনের
পরিবারের
জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন,গত ২৯ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে উল্লেখিত বিবাদীগণ
পূর্ব শত্রুতার জেরে
যোগসাজস করে
আনোয়ার উদ্দিনের বসত বাড়ির সামনে এসে তার পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে।
ঐ সময়ে আনোয়ার উদ্দিনের স্ত্রী রেজেকা বেগম বাড়ি থেকে বের হয়ে এর প্রতিবাদ করলে অভিযোগে উল্লেখ্য
২নং বিবাদী আঞ্জু বেগমের হুকুমে ৩নং বিবাদী নার্গিস বেগম তার চুলের মুঠি ধরে টানা-হেচরা করে মাটিতে ফেলে দিলে সকল বিবাদীগণ মিলে সেসময় তাকে এলোপাতারী লাথি সহ কিলঘুশি মেরে আহত করে। এসময় ১নং বিবাদী আলামিন তার পরণের কাপর ধরে টানা- হেচরা করে বিবস্ত্র সহ তার শ্লীনতাহানি ঘটায়। নির্যাতন থেকে বাচতে ঐ সময়ে রেজেকা বেগম চিৎকার করলে বিবাদী আঞ্জু বেগম ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্য তার শ্বাসরোধ করার চেস্টা করলে তাকে ধাক্কা দিয়ে শরিয়ে প্রানে রক্ষা পান বলে অভিযোগে উল্লেখ করেছেন নির্যাতনের শিকার ঐ গৃহবধূ।
এমন সময় তার স্বামী আনোয়ার উদ্দিন ও ছেলে মোঃ ইব্রাহিম ঘটনাস্থলে উপস্থিত হলে বিবাদীগন তাদের কেও এলোপাতারী ডাংমার করে আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ সময় তাদের বাঁচাও বাঁচাও চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আন্জু বেগম তার বাড়ি থেকে ধারালো ছোড়া এনে তাদের কে প্রান নাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে উক্ত অভিযোগে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে