ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাটে বিলুপ্ত ৫৯টি ছিটমহলের বাসিন্দারা রাতে আনন্দ উৎসব আয়োজনের মধ্য দিয়ে ছিটমহল বিনিময়ের ৮ম বর্ষপূর্তি উদযাপন করেন।
মঙ্গলবার (১ আগস্ট) লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বাঁশপচাই ভিতরকুটি সালেহা খাতুন সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছিটমহলের মাঠে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে কেক কেটে বিলুপ্ত ছিটমহল বিনিময়ের ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এর আগে বিলুপ্ত ছিটমহলবাসীর জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করা হয়। আওয়ামিলীগের আঞ্চলিক কমিটির সভাপতি হারুনর রশীদ এঁর সভাপতিত্বে ছিটমহলের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ মতিয়ার রহমানের উদ্বোধকী আলোচনায়-
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, কবি ও সমাজসেবক ফেরদৌসী বেগম বিউটি প্রমুখ বক্তব্য দিয়ে বিলুপ্ত ছিটমহলের অধিবাসীদের পূর্বের স্মৃতিতে বর্তমান সকল কার্যকরীর রূপরেখা তুলে ধরেন এবং ভবিষ্যতে চলমান সকল সুযোগ সুবিধার কথা জানিয়ে বাঁশপচাই ভিতরকুটি কুলাঘাট সালেহা খাতুন সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন শেষে সাংবাদিকদের মাধ্যমে মিডিয়ায় ছিটমহলের বিভিন্ন উন্নয়ন বাস্তবায়নের দিক তুলে ধরেন।