ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের কালেক্টরেট কলেজিয়েট স্কুল হলরুমে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে জেলা প্রশাসক লালমনিরহাট ও মৎস্য অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে কালেক্টরেট কলেজিয়েট স্কুল হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুকুল ইসলাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান লালমনিরহাট অ্যাডঃ মতিয়ার রহমান, পুলিশ সুপার লালমনিরহাট মোহাম্মদ সাইফুল ইসলাম, বীর প্রতীক লালমনিরহাট ক্যাপটেন (অবঃ) আজিজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সিনিয়র সাংবাদিক গোকুল রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা লালমনিরহাট সদর মাজনুন্নাহার মায়া,জাতীয় মৎস্য স্বর্ণপদকপ্রাপ্ত হারুনর রশীদ, মোল্লা ট্রেডার্স স্বত্বাধিকারী সদর লালমনিরহাট আব্দুল হাই প্রমূখ।