ফারুক আহমেদ সূর্য স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাটে জেলা জাতীয় পার্টির পরিবারের নেতৃবৃন্দের বিশেষ সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে লালমনিরহাট সদর উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে বিশেষ সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় লালমনিরহাট সদর উপজেলা শাখার আহবায়ক অ্যাড. নজরুল ইসলাম এঁর সভাপতিত্বে ও জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আকাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সাংগঠনিক বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিমন। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বজলার রহমান, সাংগঠনিক সম্পাদক আনছার আলী, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রতন, পৌর জাতীয় পার্টির আহবায়ক আলমগীর চৌধুরী, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
এ সময় সদর উপজেলা ও পৌর জাতীয় পার্টির ৯০ টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।