ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ জাতীয় ভোটার দিবস আজ বৃহস্পতিবার (২ মার্চ)। এ বছর পঞ্চমবারের মতো সারা দেশে দিবসটি পালিত হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’।
বৃহস্পতিবার (২ মার্চ) দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় নির্বাচন অফিসের সামনের চত্বর থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে ভোটার দিবস উদযাপন কার্যক্রমের সূচনা করা হয়।
র্যালি শেষে জেলা নির্বাচন অফিসার লুৎফুল কবীর সরকার ২০২২ সালের ভোটার তালিকা হালনাগাদের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করেন।
তিনি বলেন, চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।
লালমনিরহাট জেলার ৫ উপজেলার নাম ও মোট ভোটার সংখ্যা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপস্থিতি সকলের মাঝে প্রোজেক্টরের মাধ্যমে ভোটার তথ্য সংক্রান্ত বিষয়ে তুলে ধরেন।
লালমনিরহাট সদর প্রাপ্ত স্মার্ট কার্ড ২,৫৫,৮৫৪ বিতরণ ২,১৮,০০৫ শতকরা ৮৫% আদিতমারী ১,৬৯,৭৮৯-১,৫৫,৬৪১-শতকরা ৯২% কালীগঞ্জ ১,৮৬,৪৭১-১,৬৪,২২৭ শতকরা ৮৮ % হাতিবান্ধা ১,৭০,৭৩৪-১,৪৪,৬৯৫ শতকরা ৮৫% পাটগ্রাম ১২,৫৭০-১১,৯,২৬ শতকরা ৯৫% লালমনিরহাট জেলায় মোট ভোটার সংখ্যা ১১,৬৩,৭৪৯জন।
জেলা নির্বাচন অফিস আয়োজিত আলোচনা সভায় লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
বিশেষ অতিথিঃ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ আওয়ামিলীগ কার্যনির্বাহী সদস্য অ্যাডঃ সফুরা বেগম রুমি,লালমনিরহাট সিভিল সার্জেন্ট ডাঃ নির্মলেন্দু রায়,লালমনিরহাট বীর প্রতিক (ক্যাপটেন) অবঃ আজিজুল হক,
পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন,সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন প্রমুখ।