ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার ১৬ ( ফেব্রুয়ারি) লালমনিরহাট সরকারি কলেজ এ জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃকলেজ ক্রীড়া সংস্কৃতি ও বির্তক প্রতিযোগিতা ২০২৩ শুভ উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষ,সরকারি কলেজ লালমনিরহাট প্রফেসর মোঃ ইউসুফ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেনঃ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ,সরকারি আলিমুদ্দিন কলেজ হাতিবান্ধা, অধ্যক্ষ,উত্তর বাংলা কলেজ কালীগঞ্জ, আব্দুর রউফ, সরকার, সম্পাদক, সরকারি কলেজ শিক্ষক পরিষদ, শাহাদত হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
পরে বিকেলে উপস্থিত কলেজের বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে এ পুরস্কার ঘোষণা করে অনুষ্ঠান সমাপনী করেন।