ফারুক আহমেদ সূর্য স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাট জেলার ট্রাক ট্রাংক লড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রী পুলিন চন্দ্র রায় আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আবুল কালাম আজাদ।
সোমবার ৯( অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলার মিশন মোড়ে অবস্থিত ট্রাক, ট্রাংকলড়ী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। নির্বাচনে মোট ১৭টি পদের জন্য মনোনয়ন গ্রহণ করেন মাত্র ১৮ জন। এর মধ্যে একজন প্রার্থী নির্ধারিত সময়ের পূর্বে তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। ফলে সভাপতি শ্রী বাবু পুণিল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ সহ মোট ১৭ টি পদের ১৭ জনই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হোন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১নং সহ সভাপতি হলেন আব্দুল মালেক রতন ২নং সহসভাপতি নুর ইসলাম নুরু, ১নং সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান ২নং সহ সম্পাদক হাসান আলী, অর্থ সম্পাদক মহুবর রহমান, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, সড়ক সম্পাদক ১ মনিরুজ্জামান মানিক, ২নং সড়ক সম্পাদক আনোয়ার সরকার, দপ্তর সম্পাদক সিফাত হোসেন মুন্না, প্রচার সম্পাদক রেজাউল করিম, সমাজ কল্যাণ সম্পাদক জাফর আলী খান, কার্যনির্বাহী সদস্য রাজু আহম্মেদ, রবিউল ইসলাম বুলবুল, আব্দুস সামাদ, তৈয়ব আলী সরকার।
উক্ত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে শ্রমিকেরা তাদের অফিসের জন্য দাবি তুললে প্রস্তাব শুনে স্থায়ী অফিস করে দেওয়ার প্রতিশ্রুতি দেন জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান।
লালমনিরহাট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ উপস্থাপনায় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান এম. এ মজিদ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির লালমনিরহাট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রো শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিরুল ইসলাম, লালমনিরহাট জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন প্রমূখ।