ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট সদর উপজেলা বি.ডি,আর গেটে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায় অল্পের জন্য সেই অটোরিকশা চালক বেঁচে যান।
রবিবার ( ১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে লালমনিরহাট টু ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিনের মত বি,ডি,আর গেট লাইন ক্রসিং করে ১ নম্বর লাইনে দাঁড় করার যাতায়াতকালে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতের খবর পাওয়া না গেলেও
অটোরিকশা চালকের অসাবধানতায় এমনটা ঘটলে ঘটনা স্থলে এসে পড়েন লালমনিরহাট রেলওয়ের দায়িত্বেরত লোকোসেডের একটি চৌকষটিম।
স্থানীয়রা জানান যানজটের কারণে এই দুর্ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে,তারা অবিলম্বে এ স্থানটিতে একটি আধুনিক মডেলের ফ্লাইওভার নির্মাণ দেখতে চান।