ফারুক আহমেদ সূর্য স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাটে চলছে কনকনে শীতের মহড়া, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না এসময়। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ডা.আজগার আলী জোবেদা খাতুন ফাউন্ডেশনের পরিচালক ডা.জাহাঙ্গীর আলম, তার সহযোগীতায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন একটি অরাজনৈতিক সেবাধর্মী সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান ডা.আজগার আলী জোবেদা খাতুন ফাউন্ডেশনের সদস্যবৃন্দরা। রবিবার ১৭ (ডিসেম্বর) ২০২৩ দুপুরে লালমনিরহাট সদর উপজেলা খুনিয়াগাছ ইউনিয়নের হাজীপাড়া গ্রামের ডা.বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডা. আজগার আলী জোবেদা খাতুন ফাউন্ডেশনের সদস্য নজরুল ইসলাম সরকার মতিন বলেন আমরা এই ফাউন্ডেশন থেকে প্রতিবছরে চার থেকে পাঁচটা অনুষ্ঠান করি এর মধ্যে থাকে ফ্রী চিকিৎসা, ঔষধ সরবরাহ, আর্থিক সহযোগিতা,শীতবস্ত্র বিতরণ, বন্যার সময় খাদ্যদ্রব্য পায় গ্রামের সব সম্প্রদায়ের মানুষ। এসব সহযোগীতা করা হয়ে থাকে আমাদের উপস্থিতি-তে।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য প্রিয় রঞ্জন রায়, বায়েজিদ বোস্তামী, ফার্মাসিস্ট ও পল্লী চিকিৎসক আবদুর রউফসহ স্থানীয় নেতৃবৃন্দরা।