ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ঢাকনাই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের চারতলা বিশিষ্ট ভবনের প্রথম তলার উদ্বোধন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য জি এম কাদের। ভবনটি নির্মাণ করেন।
শনিবার (৪ মার্চ) দুপুরের দিকে ভবনের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে শুরুর আগে অতিথিদের ফুলের তোড়া এবং ক্রেস্ট প্রদান করা হয়।শুভেচ্ছা বক্তব্য রাখেন লোহা খুচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জাতীয় পার্টির নেতা রুহুল আমিন দুদু।
কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস, অনু্ষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন, লালমনিরহাট সহকারী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মোঃ জিল্লুর রহমান এবং কথার ফাঁকে তাঁর লেখা উপন্যাস "শেষ অধ্যায়,কিশোর উপন্যাস, মাস্টার মাইন্ড মঞ্চে ৩ আসনের সংসদ সদস্য জি এম কাদেরকে উপহার দিলে তাঁর রচিত ২৭টি বইয়ের কথা জানতে পান জি এম কাদের। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের অধ্যক্ষ হাফিজুল ইসলাম বিটু।
এর আগে পার্শ্ববর্তী এলাকার ফকিরটারি মৌজার খলিলের বাড়ি হতে কাইয়ুমের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ রাস্তার হেরিং বন্ড কাজের শুভ সুচনা করেন সংসদ সদস্য জি এম কাদের। এসময় তিনি বলেন
লালমনিরহাটে চালু হবে বিমানবন্দর ও মোগলহাট স্থলবন্দর।
অতিথিদের বক্তব্য শেষে
অত্র কলেজের শিক্ষার্থীদের নাচ, গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপনী হয়।