স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট জেলা শাখা আহবায়ক নুরনবী সরকার এর সভাপতিত্বে
সারাদেশে তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে লালমনিরহাট জেলা গণঅধিকার পরিষদ।
১০ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে প্রেসক্লাব লালমনিরহাট কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন জেলার গণঅধিকার পরিষদ,নেতাকর্মীরা।
বিক্ষোভকারী নেতৃবৃন্দরা সমাবেশে বলেন দ্রব্যমূল্যের ক্রয়সীমা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বাজারে গিয়ে দ্রব্যমূল্যর কেনার অনুরোধ জানানো হয়। সাধারণ মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে তারা বাজারে গিয়ে ভালো মানের তরকারি কিনতে পারছে না অথচ দেশের হাইব্রিড নেতারা মানি লন্ডারিং এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বাইরের দেশে বাড়ি বানাচ্ছে এমন অভিযোগ করে এসব কথা বলেন।
তারা আরও বলেন, ভিপি নুরের দল সারাদেশে যেভাবে কার্যক্রম চালাচ্ছে তাতে আগামীতে তরুণ প্রজন্মরাই বাংলাদেশ বিনির্মানে ভূমিকা পালন করবে। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটার পূর্বে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং দেশের তত্ত্বাবধায়ক সরকার পুন:প্রতিষ্ঠার দাবি জানান।
এরপর নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মিশনমোড়ের দিকে যেতে চাইলে পদ্মকলি হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পুলিশি বাধার মুখে পড়ে সেখান থেকে ফিরে এসে প্রেসক্লাবের সামনে তাদের কর্মসূচি শেষ করেন।
বিক্ষোভ সমাবেশে সেই সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব আবুল কালাম আজাদ, সিনিয়র সদস্য সচিব বাবেল আকতার শীর্ষসহ অনেক নেতাকর্মীরা।