ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাটে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) নার্সারি মালিকদের সাথে জলবায়ু বান্ধব বৃক্ষরোপণ প্রকল্প বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮আগস্ট) ২০২৩ সকালে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)র আয়োজনে লালমনিরহাট জেলা শাখা কার্যালয় হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) লালমনিরহাট জেলা ম্যানেজার সভাপতি মোঃ শাহাদত হোসেন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট উপজেলা ফরেস্টার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল পাশা।
বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) লালমনিরহাট জেলা শাখা জেলা সমন্বয়ক ফরেষ্ট্রি প্রধান আলোচক মোঃ আবিদ হাসান এর আলোচনা বক্তব্যে বলা হয় বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু'র পক্ষে উপস্থিত নার্সারি মালিকদের আন্তরিক শুভেচ্ছা এ অভিনন্দন জানিয়ে তাদের বলেন আমাদের কর্ণধার ইন্জিনিয়ার ড. মোঃ খালেকুজ্জামান তিনি একজন দেশপ্রেমিক এবং নজরুলগীতি মানুষ তার চিন্তা চেতনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু'র সকল পরিকল্পনা। এসময় উপস্থিত অন্যান্য বক্তারা বলেন বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। প্রায় প্রতিবছর এদেশে ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ও বন্যার মত প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অতিবৃষ্টি অনাবৃষ্টি, খরা ও নদীভাঙ্গন। উপকূলীয় অঞ্চলে লোনা পানির অনুপ্রবেশ ঘটছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসের লক্ষে ওবাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু'র দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বন্ধুর চলমান প্রকল্পের মধ্যে বন্ধু চুলা জলবায়ু বান্ধব কৃষি, সুপেয় পানি, সাশ্রয়ী চুলা কার্যক্রম বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০২২ সালে বন্ধু "জলবায়ু বান্ধব বৃক্ষরোপণ " প্রকল্প শুরু করেছে।
এসময় উপস্থিত ছিলেন নার্সারি মালিকদের মধ্যে জেলা পরিষদ মোড়ের বাংলাদেশ নার্সারি ম্যানেজার এভারগ্রীন মোঃ গোলাম মোস্তফাসহ অন্যান্য নার্সারি মালিকপক্ষ।